মসজিদের খতিবকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা

টেকনাফে মসজিদ কমিটিতে পদ না পেয়ে খতিবকে মারধর করার অভিযোগ উঠেছে। খতিবকে মারধরের ভিডিও ধারণ করায় সাইদুল ফরহাদ নামে এক সাংবাদিককেও মারধর করেছে অভিযুক্তরা। 
রোববার (২৩ মে) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আল মাদ্রাসাতুল মুহিউচ্ছুন্নাহ মসজিদে এই ঘটনা ঘটে। 
ভুক্তভোগী মসজিদের খতিব ওই মাদ্রাসার পরিচালকের দায়িত্বও পালন করছেন।
জসিম উদ্দিন জানান, স্থানীয় আবু তৈয়ব নামে এক ব্যক্তি প্রতিদিন মসজিদের এসে তাকে হেয় করে বিভিন্ন অশ্লীল ভাষাায় গালি গালাজ করে। কিন্তু আবু তৈয়ব মসজিদ কমিটির কেউ নই। 
তিনি আরও জানান, রোজায় তারাবির নামাজ পড়ানোর জন্য মসজিদে হাফেজ ফয়সালকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে কেন্দ্র করে আবু তৈয়ব ক্ষিপ্ত ছিলেন খতিব জসিমের উপর। 
এছাড়াও শুরু থেকে আবু তৈয়ব হাফেজ ফায়সালকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে কথাবার্তা বলেন। হাফেজ ফায়সাল ওই বিষয়টি তাকে (জসিম উদ্দিন) অবগত করলে তিনি মসজিদ কমিটি বরাবর জানান। পরে মসজিদ কমিটি আবু তৈয়বকে সর্তক করায় আবু তৈয়ব তার উপর ক্ষিপ্ত হয়ে সোমবার নামাজ শেষে মাদ্রাসার অফিস কক্ষে প্রবেশ করে তাকে (জসিম উদ্দিন) মারধর করে। 
উনছিপ্রাং মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছুন্নাহ মসজিদেও মুতুয়াল্লি (দাতা সদস্য) রুহুল আমিন বলেন, আবু তৈয়ব দীর্ঘদিন ধরে মসজিদ কমিটিতে পদের জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছেন। সর্বশেষ মসজিদ কমিটির পথ না পেয়ে মসজিদের দায়িত্বরত খতিব ও মাদ্রাসার পরিচালক জসিম উদ্দিনকে শত শত মুসল্লীর সামনে তার অফিস থেকে গলা ধরে বের করে মারধর করেন। 
এদিকে খতিব জসিম উদ্দিনকে মারধরের ঘটনার সময় মসজিদে নামাজ পড়তে আসা সংবাদকর্মী সাইদুল ফরহাদ ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। সাইদুল ফরহাদ ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি। 
আবু তৈয়বের নেতৃতে আকতার হোসেন, মোহাম্মদ নূর, রমজান আলী, মুফিজুর রহমান, মৌলভী ছৈয়দসহ বেশ কয়েকজন ওই সংবাদকর্মীকে মারধর করে। এসময় সংবাদকর্মী ফরহাদের কাছে থাকা দুটি মোবাইল কেড়ে নেয় এবং ছুরিকাঘাত করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছেন ওই সংবাদকর্মী।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024