অশনি এখন প্রবল ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় অশনি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন ভারতের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে আঘাত আনার শঙ্কা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় আসানির প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালী, নোয়াখালী ও পিরোজপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এখনও বাংলাদেশের সীমানা থেকে বেশ দূরে অবস্থান করছে অশনি।

তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।তবে অশনি তার গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে আঘাত হানার শঙ্কা খুব কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অশনির প্রভাবে সোমবার সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে।

রাতে আবহাওয়ার গুমোট ভাব থাকলেও মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চার সমুদ্রবন্দরকেও সতর্ক থাকতে বলা হয়েছে ।

Share this news on: