সিলেট নগরীর পানিবন্দি মানুষের পাশে কোয়ান্টাম ফাউন্ডেশন

সিলেটে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

শুক্রবার নগরীর উপশহর এলাকায় পানি বন্দি মানুষের জন্য বিশুদ্ধ খাবার পানি ও মোমবাতি বিতরন করেন ফাউন্ডেশনের সিলেট সেন্টারের সেচ্ছাসেবীরা।

নগরীর উপশহর, তেররতন এলাকায় পানি বন্দি মানুষের মাঝে বিগত তিন দিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা কোমড় পানির মধ্যে নৌকা নিয়ে খাবার পানি ও মোমবাতি ঘরে ঘরে পৌছে দেন।
স্বেচ্ছাসেবীরা জানান, দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত কোয়ান্টামের সেচ্ছাসেবীরা এই কার্যক্রম চালিয়ে আসছেন। আজও বিভিন্ন পানি বন্দী এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।  

কোয়ান্টাম ফাউন্ডেশন একটি সেবা মূলক প্রতিষ্ঠান। সারা দেশে এর কার্যক্রম রয়েছে। সেচ্চা রক্তদান কার্যক্রম সেবা ও করোনা কালে সিলেট সহ সারা দেশে প্রায় সাত হাজারের বেশি লাশ দাফন-সৎকার করে বেশ প্রশংসিত হয় এই সংগঠন। তিন দশক থেকে ফ্রি খতনা কার্যক্রম, এতিমখানা, প্রবিন সেবা কার্যক্রম সহ নানা মাত্রার সেবা দিয়ে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

Share this news on: