কিউবার রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ। তিনি ১৯২৬ সালের ১৩ আগস্ট তৎকালীন পূর্ব কিউবার ওরিয়েন্ট প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে বেশি পরিচিত।
কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল কাস্ত্রো ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ স্বেচ্ছায় সরে যাওয়ার পূর্ব পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রধান ছিলেন।
২০১৬ সালের ২৫ই নভেম্বর এই বিপ্লবী হাভানায় মৃত্যুবরণ করেন।
তার একটি উক্তি হলো-
“অতীত ও ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে যে সংগ্রাম হয়, তার নাম বিপ্লব।”