রাজশাহীর সবচেয়ে বড় আমের হাঠ থেকে সরাসরি

রাজশাহীর সবচেয়ে বড় আমের হাঠ বানেশ্বরে জমে উঠেছে আমের বেঁচা-কেনা। প্রতিদিন সকাল ৯ টা থেকে হাঠে আসতে শুরু করে ক্যারেট ভর্তি আমের গাড়ি৷ 
বাজারে এখন প্রায় সব ধরণের আম পাওয়া যাচ্ছে। 
খিরসাপাত, গোপালভোগ, হিমসাগর, রানি, লখনা, আটি।
এবার এখন পর্যন্ত আমের বাজার ভালো হওয়ায় খুশি কৃষক। সেই সাথে পাইকার ও ক্রেতারাও আমের দামের সন্তস। 

আজকে বাজারে গোপালভোগ এবং খিরসাপাত আমের মূল্য মণ প্রতি সতেরশ থেকে আঠারোশ টাকা পর্যন্ত। লখনা এবং আটি আমের মণ প্রতি আটশ থেকে নয়শ সেইসাথে রানি আমের মণ প্রতি মূল্য যাচ্ছে হাজার থেকে বারশ টাকায়।

ইতমধ্যেই প্রায় সকল বাগানে আম নামানো শুরু হয়েছে। এর জন্য বানেশ্বরের আমের হাট প্রতি শনি ও মঙ্গল বারের পরিবর্তে এখন প্রতিদিন বসতে শুরু করেছে।

রোদ বা বৃষ্টি সকল প্রতিকুলতা অতিক্রম করে এ-ই হাঠে আম আসে এবং ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ করা যায় বলে জানাচ্ছিলেন হাঠে আসা বিক্রেতারা।

Share this news on: