আচমকাই প্রয়াত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ

মাত্র ৫৩ বছর বয়সে আচমকাই না ফেরার দেশে চলে গেলেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে (কৃষ্ণকুমার কুন্নাথ)। 

মঙ্গলবার (৩১ মে) রাতে আলিপুরের সিএমআরআই বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

জানা গেছে, কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের এক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন বলিউডের এই প্রখ্যাত গায়ক। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর হোটেলে ফিরে যান তিনি। সেখানে আরও অসুস্থ হয়ে পড়লে আলিপুরের সিএমআরআই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যখন তাকে নিয়ে আসা হয়, তখন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছেন। 

বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে। বিগত তিন দশকে শ্রোতাদের অসংখ্য হিট গান উপহার দিয়েছেন 'দ্য ভয়েস অব লাভ' খ্যাত এই শিল্পী। 

Share this news on:

সর্বশেষ