তিস্তার পানি বিপৎসীমায়

লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমা বরাবর ও ধরলার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিস্তা নদীর পানি সোমবার বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা মঙ্গলবার সকালে কমে ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে।

ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে সোমবার বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার সকালে তা কমে ৩১ দশমিক শূন্য ৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌলা জানান, সোমবার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার তা বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে।

Share this news on:

সর্বশেষ