ঢাকায় বৃষ্টি, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা


বুধবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের হাঁকডাক, সঙ্গে বিজলির চমক। সকাল ৭টার আগেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে সকাল সাড়ে ৭টার দিকে চারপাশ অন্ধকার করে নামে তুমুল বৃষ্টি। অবশ্য আধঘণ্টার মধ্যে থেমেও যায় বৃষ্টির তীব্রতা।

তবে এই বৃষ্টিতেও ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুরসহ বিভিন্ন স্থানের সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে।


তবে দুপুরের পর মেঘ কেটে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বুধবার (২২ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

Share this news on: