জোর করে সেতু পার হওয়ার চেষ্টা বাইকারদের

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেলেপার হওয়ার জন্য বিক্ষোভ করছেন বাইকাররা৷ বেশ কয়েকজন বাইকার জড়ো হয়ে জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করছেন। তারা টোল প্লাজা বন্ধ করে দিয়েছেন। ফলে টোল প্লাজা পার হয়ে কোনো গাড়ি পার হতে পারছে না।

সেতুতে বিক্ষোভরত বাইকাররা বলছেন, 'না জেনে বাইক নিয়ে এ রাস্তায় এসে আটকে পড়েছেন তারা। এদিকে ফেরিও বন্ধ। ফলে কোনোভাবেই ওপারে যেতে পারছেন না তারা। তাদের দাবি, কোনো বাইকার অনিয়ম করলে তাকে শাস্তি দেয়া যেতে পারে, তবে মোটরসাইকেল চালানো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক'।

ঘটনাস্থলে হাইওয়ে ঢাকা রেঞ্জের পুলিশ তাদের সাথে কথাবার্তা বলে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। পুলিশ বলছে, 'তারা অচিরেই ফেরি চালুর ব্যবস্থা করবে। ইতোমধ্যে তারা ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলে ফেরি চালুর ব্যবস্থাও করেছেন'।


Share this news on:

সর্বশেষ