সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত; স্থবির বিচারকাজ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান বিচারপতি বলেন, '১২ জন বিচারপতি করোনা আক্রান্ত হওয়ায় কোর্ট পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে। এসময় কোর্ট পরিচালনার ক্ষেত্রেসব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানান তিনি'।

আক্রান্ত ১২ বিচারপতির মধ্যে রয়েছেন- আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি ইকবাল কবীর।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করলে অনেক বিচারপতির করোনা পজিটিভ রিপোর্ট আসে।


Share this news on: