মুক্তি পাচ্ছে সাত রোহিঙ্গা শিশু

মালয়শিয়ার কেদাহ শহরের এক অভিবাসন কেন্দ্রে আটক থাকা থেকে মুক্তি পাচ্ছে সাত রোহিঙ্গা শিশু। রোববার মালয়শিয়ার আলোর সেতার হাইকোর্টের দেয়া এক রায়ে তাদের মুক্তির আদেশ দেয়া হয়।

মালয়শীয় সংবাদ মাধ্যম “দ্য স্টার” এর এক প্রতিবেদনে বলা হয়, মুক্তি দেয়ার পর ঐ সাত রোহিঙ্গা শিশুকে কুয়ালামপুরের ইয়াইয়াসান চৌ কিট আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

প্রতিবেদন থেকে জানা যায়, মালয়শিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিগত ৩ এপ্রিল মালয়শিয়ার লংকাউলি উপকূল থেকে ৫৬ জন রোহিঙ্গাকে আটক করে। আটকদের মধ্যে ১৯জন পুরুষ, ১৭ জন নারী এবং ২০ জন শিশু-কিশোর রয়েছে।

আটককৃত রোহিঙ্গারা নৌকা করে রাখাইন থেকে মালয়শিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এরপর, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনেইচসিআর তাদের আটককৃত রোহিঙ্গা শিশুদের মুক্তির জন্য তৎপরতা শুরু করে।

প্রথমিকভাবে সাত রোহিঙ্গা শিশুর পরিবারকে সনাক্ত করে তাদের মুক্তির জন্য আদালতে রিট করা হয়।

রিটের আদেশে ঐ সাত রোহিঙ্গা শিশুকে মুক্তি দিয়ে কুয়ালালামপুরের আশ্রয় কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চৌকি লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার জন্য রোহিঙ্গা সংগঠন আরসাকে দায় করে ঐ দিন থেকে রাখাইনে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় মায়ানমারের সেনাবাহিনী।

এরপর থেকে সেনেবাহিনীর নির্যাতনের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা দেশ ছেড়ে পাইলয়ে যেতে বাধ্য হয়। ইতোমধ্যে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মহল চাপ দিলেও চীন এবং রাশিয়া মায়ানমারের পক্ষে অবস্থান নেয়ায় এখনও পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত নেয়ার কোন উদ্যোগ সফল হয় নি।

 

 

 

Share this news on:

সর্বশেষ