বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

গত বিশ্বকাপের মতো কোয়ালিফাই করতে হবে না বাংলাদেশ ক্রিকেট দলকে। সেরা ৮ দলের একটি হয়ে বিশ্বকাপের মূল পর্বে অধিনায়ক মাহমুদউল্লাহর দল। গেল বিশ্বকাপের পর মাহমুদুল্লাহর অধিনায়কত্ব নিয়ে ওঠে নানা প্রশ্ন। এবার তার দলের সঙ্গে নিজেরও অস্তিত্ব প্রমাণ দেওয়ার লড়াই। সেই লড়াইয়ের শুরুটা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আজ বাংলাদেশ সময়ে রাত সাড়ে ১১ টায় মাঠে নামবে বাংলাদেশ। এই ফরম্যাটে ওয়েন্ডিজ শক্তিশালী হলেও মাহমুদউল্লাহ বাহিনীর লক্ষ্য তাদের হারিয়ে বিশ্বকাপে যাওয়ার আগে আত্ববিম্বাশ বাড়ানো।

সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকার ভয়াবহ ফেরি পারাপারে ধকল অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ দল। তবে আজকের ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি। ডোমিনিকার আবহাওয়া বেশ কয়েকদিন ভালো যাচ্ছে না।বৃষ্টির কারণে ম্যাচের আগে সেখানে একটি স্কিল অনুশীলন সেশন করার কথা থাকলেও নামতে পারেনি বাংলাদেশ দল। দেখতেও পারে নি উইকেটের কন্ডিশন।

প্রস্তুতি আর উইকেট নিয়ে ম্যাচের আগের দিন অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘আজ (শুক্রবার) বৃষ্টি পড়ছে, আবহাওয়ার কন্ডিশন সেই সুযোগ দেয়নি। সেন্ট লুসিয়ায় অনুশীলন সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি ওদের বলেছি- যারা মানসিকভাবে এগিয়ে থাকবে, বিশেষভাবে আমাদের কথা বলেছি, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে এটাই ভালো করার সবচেয়ে ভালো সুযোগ।'

মুনিম শাহরিয়ারের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন এনামুক হক বিজয়, আসতে পারে দলে পরিবর্তন। তবে বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ থাকবে সদ্য বিধ্বস্ত হওয়া টেস্ট সিরিজের বড় বড় ব্যবধানের হারের স্মৃতি ভুলে টি-টোয়েন্টিতে মনোযোগ ধরে রাখা। ডোমিনিকার স্মৃতিমধুর স্টেডিয়ামে বাংলাদেশ দল কতটা ভালো খেলতে পারবে সেটি সময় বলে দিবে।

Share this news on:

সর্বশেষ

img
কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার অভিযোগে তিন ভারতীয় গ্রেপ্তার May 04, 2024
img
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত May 04, 2024
img
তাপপ্রবাহ: আজ বন্ধ থাকবে ২৫ জেলার সব স্কুল-মাদরাসা May 04, 2024
img
ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০ May 04, 2024
img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024