খাশোগজি হত্যাকান্ডের টেপ রেকোর্ডিং শুনতে আগ্রহী নয় ট্রাম্প

খাশোগজি হত্যাকান্ডের টেপ রেকোর্ডিং শুনতে কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে একথা জানান।

ট্রাম্প বলেন, “আমি এই রেকর্ডিং শুনতে আগ্রহী নই। আর এটা শোনার কোন কারণ রয়েছে বলেও আমি মনে করি না”।

তবে এটা না শোনার পেছনে কারণ হিসেবে তিনি এ রেকর্ডিংকে খুবই ভয়ানক এবং যন্ত্রনাদায়ক বলে মন্তব্য করেছেন।

এদিকে এক বার্তায় ট্রাম্প জানান, খাশোগজি হত্যা ঘটনায় সরাসরি কিছু করার ছিল না বলে তাকে জানিয়েছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

উল্লেখ্য, তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগজিকে হত্যা করা হয়। সম্প্রতি এ হত্যাকান্ডের সাথে সংলিষ্ট একটি টেপ রেকর্ডিং পশ্চিমা দেশগুলোর হাতে তুলে দেয় তুরস্ক।

টেপ রেকর্ডিং বিশ্লেষণ করে এ হত্যাকন্ডের সাথে যুবরাজ সালমানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।

তবে সিআইএর প্রতিবেদনে এমন তথ্য ওঠে আসার পরও ট্রাম্প কেন যুবরাজ সালমানকে বাঁচানোর চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকরা।

পর্যবেক্ষকদের দাবি, সৌদি আরবের কাছে আমেরিকার ১১ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রির স্বার্থ রয়েছে। তাই ট্রাম্প যুবরাজ সালমানকে বাঁচানোর চেষ্টা করছেন এবং খাশোগজি ইস্যুকে কেন্দ্র করে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি প্রত্যাখ্যান করছেন।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, টেপ রেকর্ডিং শুনতে না চাওয়া ট্রাম্প কর্তৃক সৌদি যুবরাজকে বাঁচানোর চেষ্টার বহিঃপ্রকাশ।

Share this news on: