সুঠাম দেহের গরু 'জায়েদ খান'কে দেখুন সরাসরি..

ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর আফতাবনগর গবাদি পশুর হাঁটে এক বিক্রেতা তার গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’। ষাঁড় গরুটির ওজন ৫০০ কেজিরও বেশি।

মঙ্গলবার (৫ জুলাই) আফতাবনগরে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে জায়েদ খানকে।

প্রাথমিকভাবে গরুটির দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত ‘জায়েদ খানের’ দাম উঠেছে ২ লাখ টাকা।

খামারি রফিক মিয়া জানান, এবার কোরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ৪০টিরও বেশি গরু লালন-পালন করেছেন তিনি। এরমধ্যে খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। ‘জায়েদ খানে’র নামও আকর্ষণীয় করে তুলতেই দিয়েছেন বলেও জানান রফিক মিয়া।

এদিকে, বাংলা চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামের ওই গরুটি একপলক দেখতে হাটে ভিড় করছেন উৎসুক জনতা।

Share this news on:

সর্বশেষ