গাবতলী বাজারে 'বাংলার বাঘ,চিতা বাঘ' একসাথে! সরাসরি ...

ঈদ যতই এগিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কোরবানির পশুর হাট। ছোট আর মাঝারি গরুর চাহিদাই বেশি। তবে দাম বেশি হাঁকানোয় হতাশ ক্রেতারা। আর বিক্রেতারা চাহিদা মতো দামে বিক্রি করতে না পারায় হতাশ।

দেশের হাটে হাটে এখন ঈদের আমেজ। কোরবানির পশু নিতে ছুটছেন ক্রেতারা। হরেক রকমের গরু, ছাগল, ভেড়া, মহিষে জমজমাট হয়ে উঠছে বেচাকেনা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গার হাটগুলো ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রতিটি হাটে পশুর সরবরাহ ছিলো চোখে পড়ার মতো। সিরাজগঞ্জের সমেশপুর হাট, বগুড়ার সুলতানগঞ্জ হাটে দূর-দূরান্ত থেকে পাইকার ও ব্যবসায়ীরা আসছেন।

প্রচণ্ড গরমের মধ্যে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি। বড় গরুর চেয়ে মাঝারি আর ছোট আকারের গরুর প্রতি আগ্রহ সবার। একজন বিক্রেতা বলেন, আমি যশোর থেকে ২৬টি গরু এনেছি। যে দাম দিয়ে এনেছি ক্রেতারা তো সে দাম হাঁকছেন না।

Share this news on: