ঈদের আমেজে ঘরমুখো মানুষ

সপ্তাহের শেষ কর্ম দিবস থাকায় ঈদযাত্রায় আজ সবখানেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। সাথে যোগ হয়েছে বাড়তি ভোগান্তির শঙ্কা। গতকাল বুধবার (৬ জুলাই) কিছুটা স্বস্তি গেলেও আজ তিল ধারণের ঠাঁই নেই ট্রেনে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে সময়মতো ছেড়েছে বেশিরভাগ ট্রেন। তবে ধূমকেতু এক্সপ্রেস ও নীল সাগর এক্সপ্রেসে শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 
যাত্রীদের দুর্ভোগ কমাতে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে যাত্রী ওঠার সুযোগ রাখেনি রেল কর্তৃপক্ষ। 

অন্যদিকে, মহাসড়কগুলোতে আগের চেয়ে দ্বিগুণ চাপ বেড়েছে। সড়কের বিভিন্ন স্থান থেকে বাসে উঠতে ভিড় করছেন যাত্রীরা। প্রায় প্রতিটি মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট । 

কিছুটা ভিড় বেড়েছে মাওয়ার পথেও। পদ্মা সেতুর কারণে ফেরি পারাপারে তেমন চাপ না থাকলেও এ পথে যান চলাচল বেড়েছে। যানবাহনের চাপ রয়েছে ঢাকা-মানিকগঞ্জ সড়কেও। তবে, পাটুরিয়া ঘাটে যানবাহনের উপস্থিতি এখনও কম।

Share this news on: