বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে ৩৫ রানের জয় পায় ক্যারিবীয়রা। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে।

গায়ানায় বৃষ্টি বাধা পেছনে ফেলে এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল ম্যাচ। গত দুই ম্যাচে টস হারলেও প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

ব্যাট করতে নেমে বেশ সাবধানী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও লিটন দাস। যদিও ওপেনিং জুটি টিকেনি বেশিক্ষণ। পঞ্চম ওভারের তৃতীয় বলে বিজয়কে ১০ রানে ফেরান ওডেন স্মিথ।

লিটনের পর অধিনায়ক মাহমুদউল্লাহ ২০ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ওয়ালশের বলে এলবিডব্লু হয়ে। লিটন ১ রানের আক্ষেপ নিয়ে ফিরলেও আফিফ হোসেন তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় দুই রান নিতে গিয়ে এক রান করে দ্বিতীয় রান করতে গেলে হন রান আউট। ৩৮ বলে সমান ২টি করে চার ও ছক্কায় ৫০ রানের ইনিংস খেলে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি। শেষে মোসাদ্দেক হোসেন ১০ ও নুরুল হাসানের ২ রানে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৬৩ রান। উইন্ডিজের পক্ষে ২ উইকেট নেন ওয়ালশ। ১ উইকেট করে নেন ওডেন স্মিথ ও রোমারিও শেফার্ড।

নিকোলাস পুরানের অনবদ্য ৭৪ রানের ইনিংসে ভর করে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে জয় নিশ্চিত করে উইন্ডিজ।

Share this news on: