দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দক্ষিণ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে। ঈদের জামাত শেষে দেওয়া হয়েছে পশু কোরবানি।

শনিবার (৯ জুলাই) সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) তত্ত্বাবধানে হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজে ইমামতি করেন।

দরবার সূত্র জানায়, মির্জাখীল, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ির কয়েকটি গ্রামসহ চট্টগ্রামসহ পাশের বেশ কয়েকটি জেলাগুলোর শতাধিক গ্রামের বহুসংখ্যক অনুসারী ঈদুল আজহা উদযাপন করছেন।

এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরাও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন, কোরবানি দিচ্ছেন।


Share this news on:

সর্বশেষ