বর্জ্য অপসারণ হবে বিকাল ৪টার মধ্যেই, চট্টগ্রামের মেয়রের ঘোষণা

পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান ব্যবহারের আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোরবানির বর্জ্য ঈদের দিন বিকাল ৪টার মধ্যেই অপসারণ করা হবে।
আজ শুক্রবার ফেইসবুকে এক ভিডিও বার্তায় মেয়র এই ঘোষণা দেন।
তিনি বলেন, “আমরা চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ৩০৪টি স্থান নির্ধারণ করেছি। নির্ধারিত স্থানসমূহে আপনারা পশু জবাই করুন।"

সকলকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন চলাচলের বিঘ্ন হবে এরকম কোনো স্থানে কেউ পশু জবাই করবেন না। জবাই করে নাড়িভুড়ি নালা নর্দমায় ফেলবেন না। পরে এগুলো দুর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়াবে। জনস্বাস্থ্যের ক্ষতি করবে।

নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য প্রয়োজনীয় সব মজুদ থাকবে বলে জানিয়েছে নগর সংস্থা।

বন্দর নগরীকে ৪১টি ওয়ার্ডকে, মোট ছয়টি জোনে ভাগ করে কোরবানির বর্জ্য অপসারণে ছয় ওয়ার্ড কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বর্জ্য অপসারণে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।
৯ জুলাই সকাল থেকে ১২ জুলাই সন্ধ্যা ৭টা পর্যন্ত ফোনে (০২৩৩৩৬০০৩০, ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯ ও ০১৭৫১৫২৭৬৪৫) অভিযোগ জানানো যাবে।

Share this news on:

সর্বশেষ