সর্বপ্রথম মহাকাশের পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করল নাসা

সর্বপ্রথম মহাকাশের পূর্ণাঙ্গ রঙিন ছবি প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নতুন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে এ ছবিটি তোলা হয়েছে। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে জানানোর সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই ছবিটি দেখানো হয়। বলা হচ্ছে, এই ছবিটিই এখন পর্যন্ত মহাবিশ্বের সবচেয়ে বিস্তারিত তথ্যসম্বলিত ছবি। এই ছবিতে গ্যালাক্সি থেকে উৎসারিত আলোকচ্ছ্বটার উপস্থিতি রয়েছে, যার উৎস শত কোটি বছর আগের।

মঙ্গলবার (১২ জুলাই) জেমস ওয়েবে তোলা আরও কিছু ছবি বিশ্বব্যাপী উপস্থাপনার জন্য প্রকাশ করবে নাসা।

এ বিষয়ে জো বাইডেন বলেন, ‘এই ছবিগুলো বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে যে, আমেরিকা বড় কিছু করতে পারে। এছাড়াও আমেরিকান জনগণ ও বিশেষ করে শিশুদের মনে করিয়ে দেবে যে, আমাদের সামর্থের বাইরে কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন সম্ভাবনা দেখতে পাচ্ছি যা আগে কেউ দেখেনি। আমরা এমন জায়গায় যেতে পারি যেখানে আগে কেউ যায়নি।’

১০ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি (জেডব্লিউএসটি) গত বছরের ২৫ ডিসেম্বর চালু করা হয়েছিল। এটি বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি হিসাবে নির্মাণ করা হয়েছে।

আকাশের সব ধরনের পর্যবেক্ষণ করবে জেডব্লিউএসটি। তবে দুটি প্রধান লক্ষ্য রয়েছে এটির। এর মধ্যে একটি হল সাড়ে ১৩ বিলিয়ন বছর আগের মহাবিশ্বে জ্বলতে থাকা প্রথম নক্ষত্রের ছবি তোলা। আর অন্যটি হলো, দূরের গ্রহগুলো বাসযোগ্য কি না- সে বিষয়ে অনুসন্ধান করা। এক্ষেত্রে টেলিস্কোপটি’র প্রথম লক্ষ্যটি পূরণের সক্ষমতার বিষয়টি তুলে ধরতে প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে এই ছবিটি উপস্থাপন করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024