যশবন্ত বা দ্রৌপদী, আজই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে ভারত

ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন দেশটির বিরোধী দলগুলোর প্রার্থী যশবন্ত সিনহা এবং বিজেপি তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সূত্রে নিচের ১০ টি বিষয় জানা যায়
১। সকাল ১১টা থেকে সংসদ ভবনে ভোট গণনা শুরু হয়েছে । বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষনা হবে।
২। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিস মুর্মুকে তার তিন মূর্তি মার্গে অস্থায়ী বাসস্থানে দেখতে যাবেন এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তাকে অভিনন্দন জানাবেন বলে আশা করা হচ্ছে। 
৩। দিল্লি বিজেপি দলের সদর দফতর থেকে রাজপথে মিসেস মুর্মুর জয়ের পরে একটি মিছিল পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে অনেক সিনিয়র নেতা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
৪। বিজেপির সমস্ত রাজ্য ইউনিটও বিজয় মিছিলের পরিকল্পনা করেছে, যা ফলাফল ঘোষণার পরে বের করা হবে।
৫। ওডিশার রায়রাংপুরের বাসিন্দারা, মিসেস মুর্মুর জন্মস্থান। সেখানে ২০,০০০ মিষ্টি তৈরি করে উদযাপন করতে প্রস্তুত। উপজাতীয় নৃত্য ও বিজয় মিছিলেরও পরিকল্পনা করা হয়েছে।
৬। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল --কে বিরোধীদের বিভক্ত করার এবং নবীন পট্টনায়কের বিজু জনতা দল এবং জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের মতো জোট নিরপেক্ষ দলগুলির সমর্থন আনার একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে৷ .
৭। সব মিলিয়ে ৩৪ বিরোধী দলীয় প্রার্থী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে এবং ৪৪টি দল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে৷ কিন্তু বেশ কয়েকজন বিধায়ক মিসেস মুর্মুর পক্ষে ক্রসভোট করার কথা স্বীকার করেছেন।
৮। ভোট গণনার আগে বাছাই করা হবে, যেখানে সাংসদ ও বিধায়কদের ভোট আলাদা করা হবে। প্রতিটি সাংসদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০। যেখানে প্রতিটি রাজ্যের বিধায়কের ভোটের মূল্য আলাদা। 
৯। রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান না, তবে যিনি একটি নির্দিষ্ট কোটার চেয়ে বেশি ভোট পান তিনি প্রতিটি প্রার্থীর জন্য জরিপকৃত ভোট যোগ করে, যোগফলকে দুই দ্বারা ভাগ করে এবং এর সাথে ১ যোগ করে কোটা নির্ধারণ করা হয়। যে প্রার্থী এই মূল্যের চেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।
১০। ২৫ জুলাই শপথ নেবেন নির্বাচিত রাষ্ট্রপতি।


Share this news on:

সর্বশেষ

img
জীবন বাঁচাতে রাফা ছেড়েছেন ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ May 19, 2024
img
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী May 19, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন : আজ মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী May 19, 2024
img
বেরিয়ে এলো জুজুৎসুর নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য May 19, 2024
img
চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে বেঙ্গালুরু May 19, 2024
img
রাসায়নিক খাতের উন্নয়নে দেশেই কারখানা তৈরি করতে চান ব্যবসায়ীরা May 19, 2024
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024