চলবে রোহিঙ্গা গণহত্যার মামলা,মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে করা মামলার বিষয়ে নেইপিদোর আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)। এই রায়ের ফলে রোহিঙ্গা গণহত্যার মূল মামলার শুনানির পথ উন্মোচিত হলো।

বার্তা সংস্থা এপি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলা দায়ের করেছিল গাম্বিয়া। তবে ২০২১ সালে মিয়ানমারের ক্ষমতায় বসা সামরিক জান্তা দাবি করেছিল জাতিসংঘের এ আদালতে মামলা করার এখতিয়ার গাম্বিয়ার নেই।

তাদের সেই আপত্তি নিয়ে আইসিজেতে গত ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি চারটি গণশুনানি হয়। শুক্রবার সেই মামলায় রায় দিলো নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এ আদালত।


Share this news on:

সর্বশেষ