সয়াবিন তেলের দুঃসংবাদ কবে আসছে? কি দেখা যাচ্ছে বাজারে? সরাসরি..

ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের বাড়তি দামে ভোক্তাদের অসন্তোষের রেশ কাটতে না কাটতেই, এবার সয়াবিন তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০, এক লিটারের বোতল ২০৫ এবং ৫ লিটারের বোতল ৯৬০ টাকা করতে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

রোববার (৭ আগস্ট) মতিঝিলে এফবিসিসিআই ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তবে প্রস্তাবিত দামের কতটুকু গ্রহণ করা হবে, তা পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষা করার পরই চূড়ান্ত হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী।  

Share this news on:

সর্বশেষ