সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় রবি ও এয়ারটেল

দেশের শীর্ষ দুই মোবাইল আপারেটর কোম্পানি রবি ও এয়ারটেল ২০১৮ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) পর্যালোচনা অনুযায়ী সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে।

বৈশ্বিক অনলাইন বিশ্লেষণ সংস্থা সোশ্যালবেকারস এ স্বীকৃতি দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি অজিয়াটা লিমিটেড।

গ্রাহকদের সব প্রশ্নের উত্তর দেওয়ায় রবি ও এয়াটেল’র ফেসবুক পেজকে এ স্বীকৃতি দিয়েছে সোশ্যালবেকারস। অর্থাৎ ফেসবুক পেজে গ্রাহকদের সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে ব্র্যান্ড দুটি। 

অপরদিকে বাংলাদেশের টেলিযোগাযোগ শিল্পে সবচেয়ে কম সময়ে গ্রাহকদের উত্তর দেয়ার স্বীকৃতিও পেয়েছে রবি আজিয়াটা লিমিটেড ও এয়ারটেল বাজ ফেসবুক পেজ।

রবির মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, সোশ্যালবেকারস রবি ও এয়ারটেল উভয়কেই সামাজিক মাধ্যমে সক্রিয় ব্র্যান্ডের স্বীকৃতি দেওয়ায় আমরা অনুপ্রাণিত।

পরবর্তী প্রজন্মের ডিজিটাল টেলিযোগাযোগ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেতে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ স্বীকৃতি বলে মনে করেন তিনি।

 

 

টাইমস/এএস

Share this news on:

সর্বশেষ