সমান পয়েন্ট নিয়েও বাংলাদেশকে টপকাতে পারল না পাকিস্তান

দারুণ ব্যস্ত সময় কাটছে আইসিসির পূর্ণ সদস্য দল গুলোর। অধিকাংশ দলই সম্প্রতি কোনো না কোনো সিরিজ খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে বেশ তৎপর প্রায় প্রতিটি দলই। 

এদিকে প্রায় একইসঙ্গে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত তিনটি ওয়ানডে সিরিজ হলো। যেখানে মুখোমুখি হয় পাকিস্তান-নেদারল্যান্ডস, ভারত-জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডসকে ও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান ও ভারত। আর ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। 

সদ্য সমাপ্ত এই তিন সিরিজ শেষে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড লিগ টেবিলে বড়সড় লাফ দিয়েছে। এতে পিছিয়ে গেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

আপাতত লিগ টেবিলের এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে বাংলাদেশ। যদিও সমান পয়েন্ট নিয়ে টাইগারদের ধরে ফেলেছে পাকিস্তান। নেট রানরেটে পিছিয়ে থাকায় পাকিস্তান রয়েছে তিন নম্বরে। চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারত অবস্থান করছে পাঁচ নম্বরে।

Share this news on: