ভোটে ‘ডাকাতি ঠেকাতে’ ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত: সিইসি

ভোটের সময় ডাকাতি যেন না হয় সেজন্য দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়া ইভিএমে নির্বাচন হলে কারচুপি ও সহিংসতা কম হয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বৈঠক এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ইভিএম নিয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইভিএমে আস্থা ফেরাতে কারিগরি দলের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে সব অভিযোগের উত্তর দেওয়া হয়েছে।

Share this news on:

সর্বশেষ