ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি কাপড় পরে ফ্যাশন শো যে বার্তা দিচ্ছে, সরাসরি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে অনুষ্ঠিত হলো ট্র্যাশন শো। পোশাকগুলো তৈরি করতে ফেলে দেওয়া ও পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করেছে শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সের আওতায় শুক্রবার বিকেলে শো-টি অনুষ্ঠিত হয়। ১২টি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা তৈরি করেছে এসব পোশাক। পলিথিন, গাছের পাতা, ব্যানার, বোতলের ক্যাপ, ডিস্ক, কাপড়ের টুকরাসহ নানা উপকরণ সংগ্রহ করে ব্যবহার করা হয়েছে। প্রতিটি দলের তৈরি করা পোশাকের পেছনে ছিল নির্দিষ্ট বার্তা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যুরো ৫৫৫-এর সহ-প্রতিষ্ঠাতা নুশরাত মাহমুদ। এ সময় ইউল্যাবের উপাচার্য ইমরান রহমানসহ অন্যান্য ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এমন আয়োজনে খুশি শিক্ষার্থী, শিক্ষকসহ সবাই।


Share this news on: