প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

ইতালির নির্বাচনে জিতেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বুথ ফেরত জরিপে এ এমন আভাসই পাওয়া গেছে। এর ফলে তিনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। খবর বিবিসির। 

বুথ ফেরত জরিপের ফলাফল নিশ্চিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন।
ইতালিতে পার্লামেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। এখন বুথ ফেরত জরিপেও তেমন আভাস মিলেছে।

Share this news on: