মধ্যপ্রাচ্যে মানব পাচার ; ৪ জন গ্রেফতার

কুমিল্লা ও গুলশানে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি মানব পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রাব-৩। তারা হলেন- তোফায়েল আহমেদ, আনিসুর রহমান, আক্তার হোসেন ও রাসেল। 
ভুক্তভোগীরা জানান, "দালালদের কৌশল বুঝে ফেললে শুরু হয় অমানবিক নির্যাতন। দীর্ঘ একমাস নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে পেরেছেন আরেক দফা টাকা পাঠানোর পর। এ সময় তাদের অনেক দিন এক বেলাও খাবার দেয়া হতো না বলে জানান তারা।"
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাওরানবাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব- ৩ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন এসব তথ্য জানান।
তিনি জানান, "চক্রটি গত দু’বছর ধরে ১৫০ জনকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোটা অংকের বেতন, আয়েশী জীবন-যাপনসহ নানা প্রলোভন দেখিয়ে এসব কাজ করত চক্রটি।"
ওয়ার্কিং ভিসায় দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে ভিসা অনুযায়ী ব্যক্তির যোগ্যতা ও নিবন্ধিত এজেন্সির মাধ্যমে কাগজপত্র যাচাই করার পরামর্শ র‍্যাবের।

Share this news on: