দুই বাসের চাপায় নারী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৩ অক্টোবর) রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসচালককে দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর একটি দল।

এ বিষয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গুলিস্তানের পাতাল মার্কেটের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয় মেঘালয় পরিবহনের বাস। দুই বাসের চাপায় গুরুতর আহত হন ওই নারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান।

Share this news on:

সর্বশেষ