টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কক্সবাজারের টেকনাফে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত দু’জন হচ্ছে মো. আরিফ হোসেন (৩০) ও আশিক জাহাঙ্গীর কুদরত (৩২)।

মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে কেরুনতলী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত মো. আরিফ হোসেন নারায়ণগঞ্জ তল্লা বড় মসজিদ  এলাকার আবদুল বারেকের ছেলে। আর আশিক জাহাঙ্গীর কুদরত ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আবদুল হাকিমের ছেলে।

র‍্যাব-৭ টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. মির্জা শাহেদ বলেন, কক্সবাজারমুখী একটি ট্রাক ভোরে কেরুনতলী এলাকায় র‌্যাবের চেকপোস্টের সামনে এলে সিগন্যাল দেয়া হয়। এ সময় ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক বিক্রেতারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে ট্রাকের নিচ থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় টেকনাফ থানায় পৃথক তিনটি মামলার প্রস্তুতি চলছে।

র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা ছিলেন। ঘটনাস্থলে এক লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় বন্দুক, আটটি গুলি উদ্ধার করা হয়।

 

Share this news on: