ডেঙ্গুতে মৃত্যু-শনাক্তে রেকর্ড

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড আট জনের মৃত্যু হয়েছে। যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ জনে

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৬৫ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এ বছর একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২৮২ জনে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ২৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট দুই হাজার ৬৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৭৮০ জন।

Share this news on:

সর্বশেষ