প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ৫ কর্মকর্তা-কর্মচারীকে করেছে।

শনিবার (২২ অক্টোবর) এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদ হোসেনের সই করা এক চিঠিতে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

জাতীয় পতাকাবাহী সংস্থার আদেশে বলা হয়, মোটর পরিবহন অপারেটর জাহাঙ্গীর আলম, মাহফুজ আলম ভূঁইয়া ও এনামুল হক এবং অফিস সহকারী আওলাদ হোসেন আর হারুন উর রশিদকে তাদের নিয়োগ চুক্তির ১২ ধারা লঙ্ঘনের কারণে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিমানের ওই পাঁচ জুনিয়র কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় প্রশ্নের সফট কপি এবং হার্ড কপি, ব্যাংক চেক, স্ট্যাম্পড নথি, চারটি ডায়েরি, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

Share this news on:

সর্বশেষ