ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

হট ফেভারিট হিসেবেই অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে মাঠে নেমেছে জস বাটলারের ইংল্যান্ড। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের কোনোরকমে জয় পেয়েছে দলটি। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে রেহাই পেল না ইংলিশরা। অঘটনের শিকার হয়ে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে বাটলারের দল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আইরিশদের কাছে ডিএলএস মেথডে ৫ রানে হেরেছে ইংল্যান্ড। এদিন ইংলিশদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে অলআউট হলেও ১৫৭ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে আইরিশরা। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচে সংগ্রাম করছিল ইংলিশরা। এক পর্যায়ে ১৪ ওভার ৩ বলে ৫ উইকেটে ১০৫ রান তুলতেই বৃষ্টি আসে মেলবোর্নে।

সেই সময় ডিএলএস মেথডে জয়ের জন্য ইংলিশদের স্কোরে থাকতে হতো ১১০ রান। কিন্তু ৫ রান কম থাকায় দুঃশ্চিন্তায় ছিল ইংলিশরা। তাদের দুঃশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় খেলা সেখানেই শেষ ঘোষণা করেন আম্পায়াররা। ৫ রানে এগিয়ে থাকায় বৃষ্টি আইনে জয় পেয়ে যায় আইরিশরা।

Share this news on: