৬০ বছরের বেশি সময় গোসল না করা হাজি মারা গেছেন

মারা গেছেন বিশ্বের ‘নোংরাতম’ ব্যক্তি। তরুণ বয়সে কিছু একটা নিয়ে কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট থেকে ৬০ বছর গোসল করেননি আমু হাজি নামে ইরানের এক ব্যক্তি। তিনি সন্ন্যাসী গোছের মানুষ ছিলেন। তার গোসল না করার ঘটনা ২০১৪ সালে জানাজানি হয়। এরপর তাকে ‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষের’ তকমা দেওয়া হয়েছিল। আমৃত্যু তিনি অবিবাহিত ছিলেন। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আমু পানি ও সাবান ভয় পেতেন। পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৬০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তাঁর গ্রামের লোকজন তাঁকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর প্রিয় খাবার সজারু।

বছরের পর বছর গোসল না করায় তাঁর ত্বকেও পরিবর্তন আসে, ময়লার আস্তরণ তৈরি হয় তাঁর চামড়ায়। আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাঁকে এক সঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা যায়।

Share this news on: