আইএমএফের ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: ‘শর্ত পূরণ করে জামায়াতের কেউ নতুন নামে আবেদন করলে নিবন্ধনে আপত্তি নেই’

সিনিয়র অর্থ সচিব বলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। আজ (বুধবার) ছিল প্রথম বৈঠক। সামনে আরও আলোচনা চলবে।

আইএমএফ প্রতিনিধি দল বুধবার (২৬ অক্টোবর) ১৫ দিনের সফরে ঢাকায় এসেছে। আইএমএফ মিশনের প্রধান রাহুল আনন্দ এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। দলটি ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।

Share this news on: