করোনার বিধিনিষেধ তুলে নিল দুবাই

সংযুক্ত আরব আমিরাতে সোমবার থেকে প্রায় সব করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

মহামারিতে তিন বছর  স্বাভাবিক জীবনকে ব্যাহত করলেও এখন আগের অবস্থায় ফিরে এসেছে।

সরকারি ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) সাধারণ জনগণ এবং পর্যটকদের জন্য মাস্ক সহ কোভিড পরীক্ষার নিয়ম আরও শিথিল করেছে। উপাসনালয় এবং মসজিদ সহ সমস্ত খোলা স্থানে মাস্ক পরা এখন ঐচ্ছিক। এছাড়া দেশের ভেতরে এবং বাইরে করোনা পরীক্ষা এবং টিকা প্রদান সীমিত আকারে চালু থাকলেও পাবলিক সুবিধা গ্রহণ এবং সাইটে প্রবেশের ক্ষেত্রে গ্রীন পাসের প্রয়োজন নেই।

তবে এনসিইএমএ ঘোষিত মাত্র তিনটি কোভিড নিয়ম এখন পর্যন্ত কার্যকর রয়েছে। স্বাস্থ্য সুবিধা এবং কেন্দ্রগুলিতে মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি কোভিড-১৯ এ আক্রান্তদের জন্য পাঁচ দিনের বিচ্ছিন্নতার সময়কাল কার্যকর করা অব্যাহত থাকবে। এছাড়া ক্রীড়া ইভেন্টে আয়োজকেরা গুরুত্ব অনুসারে কোভিড পরীক্ষা বা টিকার জন্য অনুরোধ করতে পারবেন।

Share this news on:

সর্বশেষ