জি-২০ সম্মেলনে যাচ্ছে না পুতিন



ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইন্দোনেশিয়া সরকারে এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জোডি মাহার্দি, সামুদ্রিক ও বিনিয়োগ বিষয়ক সমন্বয়কারী মন্ত্রীর মুখপাত্র জানান, পুতিন সম্মেলনে অংশ না নিলেও তার প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ প্রেসিডেন্ট কোনও একটি বৈঠকে অনলাইনে যোগ দিতে পারেন। তবে মস্কোর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাজির হলে তিনি তাতে অংশগ্রহণ করবেন না।

আগামী ১৫ ও ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। 


Share this news on: