বিশ্বাসঘাতকতা করেছে ম্যান ইউ, দাবি রোনাল্ডোর

বিশ্বকাপের আগে ক্লাব দলের অন্দরে হুলুস্থুলু ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি সাক্ষাৎকারে রোনাল্ডো অভিযোগ করলেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেইসঙ্গে এবারের গ্রীষ্মে ম্যানেজার এরিক টেন হ্যাগের বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন।

সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘শুধু কোচ নয়। ক্লাবের আশেপাশের এক-দু’জনও আমায় ক্লাব থেকে বের করে দিতে চাইছে।' সেই তালিকায় কারা আছেন, তা অবশ্য খোলসা করেননি ৩৭ বছরের এই খেলোয়াড়। তিনি বলেন, 'সত্যি কথা বলতে কে বা কারা আমি জানি না। আমি গুরুত্বও দিই না। তবে সকলের সত্যিটা জানা প্রয়োজন। হ্যাঁ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অনেকেই চাইছেন না আমি এই দলে থাকি। শুধু এই বছরে নয়। গত বছরেও এমন আচরণের সম্মুখীন হতে হয়েছিল আমায়।'

তিনি আরও যোগ করেন, 'আমি জানি না ক্লাবে কী হচ্ছে। স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখেনি ম্যান ইউ।' সঙ্গে তিনি দাবি করেন, 'ওলের বিষয়টাই উদাহরণ বলা যেতে পারে। কীভাবে ওলেকে ম্যান ইউ বসিয়ে দিল। পরিবর্তে রাঙনিককে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়ে এল। যার পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না। এরকম একজনকে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় একটা ক্লাব নিয়ে আসছে। এটা শুধু আমি না, বিশ্বের কেউই ভাবতে পারেন না।'

বর্তমান ম্যান ইউ ম্যানেজার প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'টেন হ্যাগ আমায় সম্মান করেন না। ফলে আমিও তাকে সম্মান করতে পারব না। যদি আমায় কেউ সম্মান না করতে পারে, তবে তার এটা জেনে রাখা উচিত, যে আমিও তাকে সম্মান ফিরিয়ে দিতে পারব না।'

তবে রোনাল্ডো বলেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি। আমি সমর্থকদেরও ভালোবাসি। তবে এই ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে হলে একাধিক বদল আনতে হবে দলে।’

Share this news on:

সর্বশেষ

img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024
img
দেশে যানবাহনের নতুন স্পিড লিমিট, মোটরসাইকেলের গতি নামানো হলো ৬০-এ May 07, 2024
img
সূর্যকুমারের সেঞ্চুরিতে জয়ে ফিরল মুম্বাই May 07, 2024
img
রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত May 07, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনের ৩য় দফার ভোটগ্রহণ শুরু May 07, 2024
img
উপজেলা পরিষদ নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষায় ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন May 07, 2024
img
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত May 07, 2024
img
দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস May 07, 2024