শরীয়তপুরের মাছের ঘের থেকে কুমিরটিকে উদ্ধার করলো বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তর

গতকাল সন্ধ্যায় মাছের পুকুর থেকে সাড়ে সাত ফিট লম্বা একটি কুমির ধরেছে পুকুরে কর্মরত শ্রমিকরা।

ঘটনাটি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাউলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাজাল কান্দি গ্রামের মাছের পুকুরে। 

কর্মরত শ্রমিকরা জানান,তাদের পুকুরের পাশে একটি বিশাল গর্ত দেখতে পান। প্রথমে তারা মনে করেছিলেন গুল শাপ। কিন্ত পরে সন্দেহ হলে ফাঁদ পেতে এটিকে ধরা হয়। 

শতশত উৎসুক জনগন,স্কুল, কলেজ ছাত্র কুমিরটিকে দেখতে ভির করছেন।


বন্য প্রানী অপরাধ দমন অধিদপ্তর ঢাকা থেকে একটি ইউনিট এসে কুমিরটিকে উদ্ধারকে খুলনা বন্য প্রানী রেসকিউর সেন্টারের উদ্দেশে নিয়ে যান। তারা জানান এটি নোনা পানির কুমির।  মাছের খামারের কর্মচারীরা কুমিরটিকে ধরাতে যেয়ে দুইটা দাঁত ভেজ্ঞে ফেলেন। এটির পেটে ডিম আছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।


Share this news on: