সিইসি কৌশলে বলে দিয়েছেন ‘নির্বাচন সুষ্ঠু হয়নি’: ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচন যে সুষ্ঠু হয়নি তা প্রধান নির্বাচন কমিশনার কৌশলেই বলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার সকালে গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার এক অনুষ্ঠানে ভোটে অনিয়ম এড়াতে ইভিএমের গুরুত্ব তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ‘আগামীতে ভোটে ইভিএম শুরু করে দেব, তাহলে সেখানে আর রাতে বাক্স ভর্তি করার সুযোগ থাকবে না।’

তার ওই বক্তব্য ধরে কামাল হোসেন বলেন, ‘উনি (সিইসি) কায়দা করেই জানিয়েছেন যে, হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই। এই সেই মানুষটি কৌশলে তা বলেছেন।’

গণফোরাম সভাপতি আরও বলেন, আমাদের শিশু গণতন্ত্র এখন। অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র –এই দাবিতে জনগণ স্বাধীনতা যুদ্ধ করেছিল। গণতন্ত্রের জন্য জনগণ এখনো জেগে আছে, নতুন প্রজন্মও প্রত্যাশায় আছে। জনগণই ক্ষমতার মালিক, এটা অবশ্য যারা ক্ষমতাবান হবেন তাদের বুঝতে হবে।

তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে।

ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ