বিএসএমএমইউতে যেতে রাজি না খালেদা জিয়া: কারা কর্তৃপক্ষ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে(বিএসএমএমইউ) যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

রোববার কারা কর্তৃপক্ষ জানায়, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নেওয়া হলেও বিএসএমএমইউ যেতে রাজি নন তিনি।

রোববার বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘উনি ‘না’ করে দিয়েছেন, উনি যাবেন না।’

এদিকে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএসএমএমইউতে আসবেন জেনে সকালেই কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কক্ষ প্রস্তুত করে রেখেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন করে গোছানোর কাজ চলছিল। বিপুল সংখ্যক পুলিশও কেবিন ব্লকের সামনে সকাল থেকেই উপস্থিত আছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, তাকে (খালেদা জিয়া) আজ হাসপাতালে নেওয়ার কথা ছিল। হাসপাতালে যাওয়া না যাওয়া বিএনপি চেয়ারপার্সনের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু কারা কর্তৃপক্ষের সব ধরনের প্রস্তুতি আছে।

গত ৩ মার্চ খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বলেন, তিনি খুবই অসুস্থ বোধ করছেন। তার শরীরটা ভালো যাচ্ছে না। এরপর গত মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা দলীয় চেয়ারপার্সনের সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে বিএসএমএমইউতে নেওয়া হবে।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে গত বছরের ৭ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ