আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা টিএসসি

কাতারের লুসাইল স্টেডিয়ামের আর্জেন্টিনার সমর্থকদের গ্যালারির উচ্ছ্বাস যেন ছুঁয়ে যাচ্ছিল ঢাবির টিএসসি চত্ত্বর। মেসিদের জয়ে খেলা শেষ হতেই বাঁধ ভাঙ্গা উন্মাদনায় মেতে ওঠে আর্জেন্টাইন সমর্থকরা। 

মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে গোল করলেন মেসি, করালেনও। একই সঙ্গে গড়লেন কয়েকটি রেকর্ড। মেসিময় ম্যাচে ৩-০ গোলের জয়ে শিরোপা লড়াইয়ে উঠল আর্জেন্টিনা।

অন্যদিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ম্যাচ শুরু হওয়ার ঘন্টা খানেক আগে থেকেই আসে ভক্ত সমর্থকরা। এসে হতাশ হয়েছেন বড় পর্দায় দেখতে পারেনি খেলা। তবুও ছিলেন টিএসসিতে, খেলা দেখেছেন মোবাইলে। খেলা শেষ হতেই ধীরে ধীরে বাড়ে আর্জেন্টিনার সমর্থকদের আনাগোনা। মুহুর্তেই ভরে ওঠে রাজু ভাস্কর্যের সামনের রাস্তা। আতশ বাজি,বাঁশির সাথে নেচে গেয়ে উচ্ছ্বাস করেছেন তারা। তাতে যোগ দিতে দেখা গেছে অনেক ব্রাজিল সমর্থককেও। 

ফাইনাল নিশ্চিত করায় খুশিতে আত্নহারা বেশির ভাগ সমর্থকরা। ভক্তরা জানান,' এবার লক্ষ্যে 'বিশ্বকাপ জেতা, যেহেতু ফুটবল জাদুকর মেসি শেষ বারের মতো বিশ্বকাপ খেলছেন সেহেতু মেসির হাতেই ওঠুক এবারে বিশ্বকাপ এমনটাই প্রত্যাশা তাদের।" 

Share this news on: