২৮ ডিসেম্বর মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী

আগামী ২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বাংলাদেশে প্রথমবার মেট্রো উদ্বোধন করবেন। এরপরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে সাধারণ যাত্রীরা  চড়তে পারবেন।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে সোমবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টিকেট কেটে মেট্রোরেলে চড়বেন।

উদ্বোধনের পর কিছুদিন মেট্রোরেল দিনে চার ঘণ্টা করে চলাচল করবে। তবে এই চার ঘণ্টা একটানা চলবে নাকি সকাল–বিকেল দুই পালায় চালানো হবে, এটি এখনো ঠিক হয়নি। প্রথম এক সপ্তাহ চালানোর পর যাত্রী চাহিদা দেখে তা ঠিক করা হবে। তবে ট্রেন চলাচলের শুরু হবে সকাল আটটায়। মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সূত্রে এ তথ্য জানা গেছে। তবে ট্রেন চলাচলের শুরু হবে সকাল আটটায়।

Share this news on: