আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন বেনজেমা

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন করিম বেনজেমা। কাতার বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করার পর দিন এই ঘোষণা দেন ফরাসি তারকা।

বিষয়টি নিশ্চিত করে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজেমা লেখেন, ‘আজকের এই অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত।

তিনি আরও লিখেন, ‘আমি আমার গল্পটা লিখেছি এবং ফ্রান্সের হয়ে এখানেই এর ইতি।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেনজেমা। বিশ্বকাপের আগেই জেতেন বেলন ডি’অর।

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলতে কাতারের দোহায় যান বেনজেমা। কিন্তু অনুশীলনে চোট পেয়ে ছিটকে যান প্রতিযোগিতা থেকে।

বিশ্বকাপের ফাইনালে বেনজেমাকে কাতারের লুসাইল স্টেডিয়ামে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। কিন্তু কোনও অনুরোধেই কর্ণপাত করেননি বেনজেমা।

বিশ্বকাপ ফাইনালের আগে বেনজেমাকে নিয়ে উত্তেজনা তৈরি হয়। শোনা যায়, তিনি ফিট হয়ে গেছেন। ফাইনালে খেলতে পারবেন।

ম্যাচের আগের দিন ফ্রান্সের কোচকে বার বার এই প্রশ্ন করা হয়। তিনি বিরক্ত হয়ে জানান, বেনজেমাকে ফাইনালে নামানোর কোনো চিন্তা ভাবনা নেই। 

Share this news on: