‘ঢাকা রক ফেস্ট ৩.০’ মাতাবে ৩২ ব্যান্ড

২৭ ও ২৮ ডিসেম্বর পারফর্ম করবে বাংলালিংক ঢাকা রক ফেস্ট ৩.০। এই ইভেন্টে পরিবেশনায় দেখা যাবে ৩২ ব্যান্ডকে। এই নিয়ে ২৪ ডিসেম্বর বাংলালিংকয়ের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর কাজী উরফী আহমদ, স্কাই ট্র্যাকার লিমিটেড এর ডিরেক্টর সাজিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হচ্ছে- ওয়ারফেজ, অর্থহীন, আর্টসেল এভোয়েড রাফা, মেকানিক্স, সাবকনসাশ, কার্নিভাল, আফটারম্যাথ ক্যালিপ্সোসহ বাকি ব্যান্ডের সদস্যরা।

বক্তব্য রাখেন, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, অর্থহীনের শিশির আহমেদ, আর্টসেলের কাজী ফয়সাল আহমেদসহ আরও অনেক তারকা।

এবারের ঢাকা রক ফেস্ট ৩.০ এর গেইট ওপেন হবে প্রতিদিন সকাল ১০টায়। দুই দিনের এই ইভেন্টে মোট পারফর্ম করবে ৩২টি ব্যান্ড।

এ বছরের শো সম্পর্কে স্কাই ট্র্যাকারের ডিরেক্টর সাজিদ ইসলাম বলেছেন, “বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে রক মিউজিক অসম্ভব জনপ্রিয়। কনসার্টপ্রেমী তরুণ গোষ্ঠীকে প্রতিবারের মত এবারও আমরা আনন্দে ভাসাতে চাই। তরুণদের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি নিয়মিত আয়োজন করি আমরা।”

Share this news on: