পোপ বেনেডিক্ট আর নেই

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট আর নেই। ভ্যাটিকান সিটির নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার (৩১ ডিসেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন পোপ বেনেডিক্ট। গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে বেনেডিক্টের সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেন তিনি। অবশেষে তার মৃত্যুর খবর পাওয়া গেলো।

২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান সিটির প্রধানের পদ থেকে ইস্তফা দেন বেনেডিক্ট। বয়সের কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ১৪১৫ সালে দ্বাদশ পোপ গ্রেগরির পর এ নজির স্থাপন করেন তিনি।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পোপ অ্যামিরেটাস ষোড়শ বেনেডিক্ট। দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালে পোপ নির্বাচিত হন তিনি।

ভ্যাটিকানের ৬০০ বছরের ইতিহাসে একমাত্র পোপ হিসেবে শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা ছাড়েন বেনেডিক্ট। ২০১৩ সালে তার পদত্যাগের ওই ঘটনা পুরো বিশ্বে সাড়া ফেলে দেয়।

বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস। তিনি আর্জেন্টিনার বাসিন্দা। বর্তমানে তিনিই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Share this news on: