খুলনায় ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট

নিয়মিত মজুরি পরিশোধ, বেতন প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন এবং ২০১৫ সালের উৎপাদন কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট চলছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে যৌথভাবে ২৪ ঘণ্টার এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ।

শ্রমিকদের দাবীগুলোর মধ্যে রয়েছে- সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ বাস্তবায়ন, নিয়মিত সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ-গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকদের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন ও বরখাস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাট কেনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করা।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহবায়ক মুরাদ হোসেন জানান, খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন এবং যশোরের কার্পেটিং ও জেজেআই জুট মিলে ১৩ হাজার ২৭১ শ্রমিক কর্মরত আছেন। তাদের নিয়মিত বকেয়া মজুরি ও মাসিক বেতন সময়মত না দেওয়ায় তাদের অবস্থা খুবই সূচনীয় পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি ও খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন জানান, এই ধর্মঘট পালনের পরও যদি শ্রমিকদের ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়া হয় তবে ১৯ মার্চ ভোর থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে। পরবর্তীতে প্রয়োজনে আরও কর্মসূচি দেওয়া হবে।

এর আগে ৯ দফা দাবিতে ৭ দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- ৪ মার্চ রাজপথে বিক্ষোভ মিছিল, ৮ মার্চ সারাদেশের পাটকলে শ্রমিক সমাবেশ, ১০ মার্চ হরতাল পালনের সমর্থনে লাল পতাকা মিছিল, ১২ মার্চ ২৪ ঘণ্টা ধর্মঘট পালন, ১৯ মার্চ আবারও ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল। ২৪ মার্চ ঢাকায় বৈঠকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: