নরসিংদীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ

নরসিংদীর শিবপুর উপজেলায় মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে পুলিশের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। মাদক ব্যবসায়ীকে আটকের পর তার সঙ্গীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ওই পাঁচজন গুলিবিদ্ধ হন হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

সোমবার রাতে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন- ঘাগটিয়া গ্রামের আবদুর রহমান (৪৫), হৃদয় (২২), শরিফ (১৮), কাইয়ুম (৩৮) ও রিনা বেগম (২৫)। আহতদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ একজনকে আটক করার পর ঘুষের টাকা নিয়ে দর কষাকষির এক পর্যায়ে গ্রামবাসীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়। তাদেরকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা জানান, রাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই পুলিশের গুলিতে পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন।

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাগটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যায় পুলিশ। এ সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রহমানকে আটক করলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবিনিময় হয়। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ