গুলশানে স্পা সেন্টারে অভিযান, লাফিয়ে তরুণীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে ফারজানা (১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আরেক তরুণী গুরুতর আহত হয়েছেন। আহত তরুণীর পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গুলশান ২ এর ৪৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে জানা গেছে।

এবিষয়ে নিহত ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, তাদের বাসা খিলক্ষেতে। তার স্ত্রী বিউটি পার্লারে কাজ করতেন। মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

জানা গেছে, গুলশানের ওই স্পা সেন্টারে অভিযান চালিয়েছে উত্তর সিটি করপোরেশন। অভিযান চলাকালে দুজন ছাদ থেকে লাফ দেয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গুলশান থানার এসআই আলমগীর হোসেন বলেন, নিহত ও আহত দুই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। পরে বিস্তারিত জানানো হবে।

Share this news on: